Skip to main content

ফেসবুকে টাইম ম্যানেজমেন্ট ~ সময় বাঁচানো।

সেদিন যদি বিস্কুটের packet কিনতে না যেতাম, তাহলে হয়তো এটা লিখতাম না। দোকানে ঢুকেই দেখি অন্তত 50 রকমের বিস্কুটের প্যাকেট সাজানো। নানা কোম্পানির, স্বাদের, বর্ণের এবং size-এর। যা বিভ্রান্ত করার পক্ষে যথেষ্ট। আমি অবশ্য পছন্দসই পূর্বনির্দিষ্ট একটিই কিনলাম।

অতি সাধারণ ঘটনা মনে হলেও ভেবে দেখার মতো। চারদিকে নানারকম খবরের ছড়াছড়ি। এমন ভাবে চাতুর্যের সঙ্গে সংবাদগুলি পরিবেশিত হয় যে মনে হয় ওইগুলো না পড়লে বা না দেখলে একটা ক্ষতি হয়ে যাবে।

প্রকৃতপক্ষে আমাদের এতো ভ্যারাইটি প্রয়োজন না হলেও প্রয়োজনটা অনুভব করানো হচ্ছে। ঝকঝকে, রঙচঙে প্যাকেটের মোড়কে আবৃত করে। ঠিক যেমন দোকানের 50 রকমের বিস্কুট packet, সব আমার দরকার নেই। এক প্যাকেটই যথেষ্ট।

আমি দেখেছি, একটি 20 পাতা খবরের কাগজে গড়ে 2 পাতাই পড়ি। বাকিগুলো অখাদ্য; নীচে পেতে বসার জন্যে বা অন্য প্রয়োজনে রেখে দিই।

সারা দেখে একদিনে যে পরিমাণ সংবাদের পাহাড় জমা হয়, তার এক শতাংশমাত্রও একজন ব্যক্তির প্রয়োজন নেই। দরকার খুব সামান্যমাত্রই।

তারপর আবার আছে খবরের রিপিটিশন। অর্থাৎ একই খবর বিভিন্ন ফরম্যাটে নানাভাবে সামনে এসে হাজির হয়। খবর রিপিটিশন আবার দু'রকম। একদিনের একটি খবরই Whatsapp, Facebook, প্রি-ইন্সটলড News App থেকে আসে নানারূপে।মূল বিষয় কিন্তু একটিই। অন্যদিকে বিগত দিনের বাসি খবরের রিপিটিশন। সাতদিন বা তারও আগের খবরও আপনার নিউজফিডে চলে আসে।

সময় বাঁচাতে আমি যে যে উপায়গুলো কাজে লাগাই, সেগুলি হল ....

1) একটিমাত্র News App ইনস্টল করা(বাংলা+ইংরেজি),

2) Whatsapp-এ খবর না পড়া(এখানে গুজব বেশি থাকে),

3) সর্বভারতীয় জনপ্রিয় 2টি ও 2টি প্রাদেশিক News Page subscribe করি, বাকিগুলো unlike করে দিয়েছি।

4) শুধুমাত্র NewsPage এর Headline পড়ে মতামত তৈরি করাটা বোকামি, তাই important মনে হলে ক্লিক করে পড়ি ও আবার ব্যাক করে চলে আসি।

5) "অমুক নেতার সাথে আমি", "তমুক দাদার সাথে আমি" - এইসব পোস্টদাতাদের unfollow করলাম।

6) অবাঞ্ছিত কোনও 'বন্ধু'র পোস্টের হাত থেকে মুক্তি পেতে 'Snooze' অপশনটি খুব কাজের।

7) অনেক অপ্রয়োজনীয় FB Group ও Whatsapp Group থেকে বিদায় নিলাম।

এখন আমার fb টাইমলাইন আবর্জনা মুক্ত। যেন একমুঠো স্নিগ্ধ দখিনা বাতাস।
~~

Comments

Popular posts from this blog

সমাস উচ্চমাধ্যমিক ও সংস্কৃত SLST

#Sanskrit_SLST #ব্যাকরণ #সমাস (40টি উদাহরণ)  ~~~~~~~~~~ * বিশালাক্ষঃ = বিশালে অক্ষিণী যস্য সঃ ( বহুব্রীহি ) বৃক্ষচ্ছায়া - বৃক্ষস্য ছায়া ( ষষ্ঠী তৎপুরুষ )  নক্তন্দিবম্ = নক্তং চ দিবা চ ( দ্বন্দ্ব ) রাজপুত্রঃ = রাজ্ঞঃ পুত্রঃ ( ষষ্ঠী তৎপুরুষ ) পদকমলম্ - পদম্ এব কমল ( রূপক কর্মধারয় ) গ্রামান্তরম্ = অন্যঃ গ্রামঃ ( নিত্য সমাস ) রামানুজঃ = রামস্য অনুজঃ ( ষষ্ঠী তৎপুরুষ )  * চক্রপাণিঃ = চক্রং পাণৌ যস্য সঃ ( বহুব্রীহি ) * পিতৃসমঃ = পিত্রা সমঃ ( তৃতীয়া তৎপুরুষ )  * একোনঃ = একেন উনঃ ( তৃতীয়া তৎপুরুষ ) * বিপন্মুক্তঃ = বিপদঃ মুক্তঃ ( পঞ্চমী তৎপুরুষ ) * দূরাগতঃ = দুরাৎ আগতঃ ( পঞ্চমী তৎপুরুষ )  * বিদ্যাস্নাতকঃ = বিদ্যায়াঃ স্নাতকঃ ( ষষ্ঠী তৎপুরুষ )  *বলাহকঃ = বারীণাং বাহকঃ ( ষষ্ঠী তৎপুরুষ )  * কলাকুশলঃ = কলায়াং কুশলঃ ( সপ্তমী তৎপুরুষ )  * সভাপণ্ডিতঃ = সভায়াং পণ্ডিতঃ ( সপ্তমী তৎপুরুষ )  * দুর্জনঃ = দুষ্টঃ জনঃ ( প্রাদি তৎপুরুষ )  * প্রাচার্যঃ = প্রগতঃ আচার্য ( প্রাদি তৎপুরুষ )  * প্রপিতামহঃ = প্রগতঃ পিতামহঃ ( প্রাদি তৎপুরুষ )  *উরগঃ = উরস...

ব্যাসকূট 01

#ব্যাসকূট_১ বৃহত্তম মোচ্ছব চলছে। এবার আশিকোটি নিমন্ত্রিত। অনেক আশা নিয়ে এবারও সকলের সাথে একে একে ভিড় করেছে এক ক্ষুধার্ত বৃদ্ধ, এক গরিব চাষা, এক অপুষ্ট শিশু ও এক শিক্ষিত বে...