Skip to main content

'সব পরাজয়ই হার নহে।'

রাজ্যে একশ্রেণির বৈজ্ঞানিকের উদয় হইয়াছে। স্বঘোষিত ভোট-বৈজ্ঞানিক। ইহারা ভোটকর্মে (নাকি লুন্ঠনে!) সিদ্ধহস্ত বলিয়া নিজেদের দাবি করিযা থাকেন। ইহা কেমন বিজ্ঞান! নাকি কল্পবিজ্ঞান! কিন্তু ইহা ফলপ্রসূ হইল কই? পরীক্ষার খাতায় শূন্য পাইয়া কাঁদিতে কাঁদিতে গৃহে ফিরিতে হইল। নিজেরাই প্রায় সকল ওয়ার্ডে নাকাল হইয়াছে। অবশ্য সব পরাজয়ই নাকি হার নহে।
     ইহারা আবার ভোট-পরবর্তী কালে 'দেখিয়া লইব' -- এতদৃশ হুমকি দিতেও দুইবার ভাবেন নাই। এই মন্তব্যে নিচুতলার বহু চোর-তস্কর-গুন্ডা-বদমাশ; যাহারা ভোটলুঠে প্রশিক্ষণপ্রাপ্ত, তাহারা উস্কানি পায় বটে। কিন্তু মানুষ মুখ ফিরাইয়া লয়।
প্রবাদ আছে, 'বৃক্ষের শত্রু লতা, মনুষ্যের শত্রু কথা।' বয়সে প্রাজ্ঞ হইলে কেশ শ্বেতশুভ্র হয়, কিন্তু রাজনীতিতে প্রাজ্ঞ হইলেও যে স্বভাব সাদা হইবে --এমন যুক্তি অবশ্য চলে না।  'যে ক্ষৌরিত-চিকুর হতভাগ্য একবার বিল্বতলে গিয়াছে, সে আর দ্বিতীয়বার যাইবে না' - কিন্তু হায়! কা কস্য পরিবেদনা। কুকথা বলিতে তো আর রাজকর দিয়ে হয় না। 'উদ্যতফণা সর্প যেমন বিদ্যুদ্বেগে দংশন করে' তেমনই জনগণকে উত্তেজিত করিলে ভোটবাক্সে প্রতিফলিত হয়, ইহা বলাই বাহুল্য।
~~

Manjul Talukder
Alipurduar.
May, 2019

Comments

Popular posts from this blog

সমাস উচ্চমাধ্যমিক ও সংস্কৃত SLST

#Sanskrit_SLST #ব্যাকরণ #সমাস (40টি উদাহরণ)  ~~~~~~~~~~ * বিশালাক্ষঃ = বিশালে অক্ষিণী যস্য সঃ ( বহুব্রীহি ) বৃক্ষচ্ছায়া - বৃক্ষস্য ছায়া ( ষষ্ঠী তৎপুরুষ )  নক্তন্দিবম্ = নক্তং চ দিবা চ ( দ্বন্দ্ব ) রাজপুত্রঃ = রাজ্ঞঃ পুত্রঃ ( ষষ্ঠী তৎপুরুষ ) পদকমলম্ - পদম্ এব কমল ( রূপক কর্মধারয় ) গ্রামান্তরম্ = অন্যঃ গ্রামঃ ( নিত্য সমাস ) রামানুজঃ = রামস্য অনুজঃ ( ষষ্ঠী তৎপুরুষ )  * চক্রপাণিঃ = চক্রং পাণৌ যস্য সঃ ( বহুব্রীহি ) * পিতৃসমঃ = পিত্রা সমঃ ( তৃতীয়া তৎপুরুষ )  * একোনঃ = একেন উনঃ ( তৃতীয়া তৎপুরুষ ) * বিপন্মুক্তঃ = বিপদঃ মুক্তঃ ( পঞ্চমী তৎপুরুষ ) * দূরাগতঃ = দুরাৎ আগতঃ ( পঞ্চমী তৎপুরুষ )  * বিদ্যাস্নাতকঃ = বিদ্যায়াঃ স্নাতকঃ ( ষষ্ঠী তৎপুরুষ )  *বলাহকঃ = বারীণাং বাহকঃ ( ষষ্ঠী তৎপুরুষ )  * কলাকুশলঃ = কলায়াং কুশলঃ ( সপ্তমী তৎপুরুষ )  * সভাপণ্ডিতঃ = সভায়াং পণ্ডিতঃ ( সপ্তমী তৎপুরুষ )  * দুর্জনঃ = দুষ্টঃ জনঃ ( প্রাদি তৎপুরুষ )  * প্রাচার্যঃ = প্রগতঃ আচার্য ( প্রাদি তৎপুরুষ )  * প্রপিতামহঃ = প্রগতঃ পিতামহঃ ( প্রাদি তৎপুরুষ )  *উরগঃ = উরস...

ব্যাসকূট 01

#ব্যাসকূট_১ বৃহত্তম মোচ্ছব চলছে। এবার আশিকোটি নিমন্ত্রিত। অনেক আশা নিয়ে এবারও সকলের সাথে একে একে ভিড় করেছে এক ক্ষুধার্ত বৃদ্ধ, এক গরিব চাষা, এক অপুষ্ট শিশু ও এক শিক্ষিত বে...