Skip to main content

উচ্চমাধ্যমিক দ্বাদশ সংস্কৃত : উৎস, কবি, অধ্যায়।

উচ্চমাধ্যমিক সংস্কৃত গদ্য-পদ্য-নাটকের উৎস ও লেখক। 

দ্বাদশ শ্রেণি
★★★★★

গদ্য

1) বনগতা গুহা
গোবিন্দকৃষ্ণ মোদক
"চোরচত্বারিংশী কথা" নামক গল্পগ্রন্থ।
প্রথম ভাগ।

2) আর্যাবর্তবর্ণনম্
ত্রিবিক্রম ভট্টের "নলচম্পূ" কাব্যের প্রথম উচ্ছ্বাস।
অলংকার : ভগ্নশ্লেষ অলংকার।

পদ্য

3) শ্রীগঙ্গাস্তোত্রম্
কবি ও দার্শনিক শংকরাচার্য ।
অদ্বৈত বেদান্ত মতের প্রবক্তা ।
দক্ষিণ ভারতের কেরালার কালাডি গ্রাম।
ছন্দ পজ্ঝটিকা।

4) কর্মযোগ:
বেদব্যাস রচিত "মহাভারত" এর ভীষ্মপর্বের অন্তর্গত গীতার তৃতীয় অধ্যায়।
গীতার মোট শ্লোক 700 টি।
তাই গীতার অপর নাম "সপ্তশতী"

নাটক

5) বাসন্তিক-স্বপ্নম্ 
 শ্রীকৃষ্ণমাচার্য এর "বাসন্তিক-স্বপ্নম্" নাটকের
প্রথম দৃশ্য।
মোট অঙ্ক : 5 টি
দক্ষিণ ভারতের তামিলনাড়ুর পুড়ুকোটা নামক স্থান।
উপস্থিত চরিত্র: রাজা ইন্দ্রবর্মা, রানি কনকলেখা, অনুচর প্রমোদ, বৃদ্ধপ্রজা ইন্দুশর্মা, কৌমুদী।
নাম উল্লিখিত কিন্তু অনুপস্থিত : বসন্ত, মকরন্দ।

Comments

Popular posts from this blog

সমাস উচ্চমাধ্যমিক ও সংস্কৃত SLST

#Sanskrit_SLST #ব্যাকরণ #সমাস (40টি উদাহরণ)  ~~~~~~~~~~ * বিশালাক্ষঃ = বিশালে অক্ষিণী যস্য সঃ ( বহুব্রীহি ) বৃক্ষচ্ছায়া - বৃক্ষস্য ছায়া ( ষষ্ঠী তৎপুরুষ )  নক্তন্দিবম্ = নক্তং চ দিবা চ ( দ্বন্দ্ব ) রাজপুত্রঃ = রাজ্ঞঃ পুত্রঃ ( ষষ্ঠী তৎপুরুষ ) পদকমলম্ - পদম্ এব কমল ( রূপক কর্মধারয় ) গ্রামান্তরম্ = অন্যঃ গ্রামঃ ( নিত্য সমাস ) রামানুজঃ = রামস্য অনুজঃ ( ষষ্ঠী তৎপুরুষ )  * চক্রপাণিঃ = চক্রং পাণৌ যস্য সঃ ( বহুব্রীহি ) * পিতৃসমঃ = পিত্রা সমঃ ( তৃতীয়া তৎপুরুষ )  * একোনঃ = একেন উনঃ ( তৃতীয়া তৎপুরুষ ) * বিপন্মুক্তঃ = বিপদঃ মুক্তঃ ( পঞ্চমী তৎপুরুষ ) * দূরাগতঃ = দুরাৎ আগতঃ ( পঞ্চমী তৎপুরুষ )  * বিদ্যাস্নাতকঃ = বিদ্যায়াঃ স্নাতকঃ ( ষষ্ঠী তৎপুরুষ )  *বলাহকঃ = বারীণাং বাহকঃ ( ষষ্ঠী তৎপুরুষ )  * কলাকুশলঃ = কলায়াং কুশলঃ ( সপ্তমী তৎপুরুষ )  * সভাপণ্ডিতঃ = সভায়াং পণ্ডিতঃ ( সপ্তমী তৎপুরুষ )  * দুর্জনঃ = দুষ্টঃ জনঃ ( প্রাদি তৎপুরুষ )  * প্রাচার্যঃ = প্রগতঃ আচার্য ( প্রাদি তৎপুরুষ )  * প্রপিতামহঃ = প্রগতঃ পিতামহঃ ( প্রাদি তৎপুরুষ )  *উরগঃ = উরস...

ব্যাসকূট 01

#ব্যাসকূট_১ বৃহত্তম মোচ্ছব চলছে। এবার আশিকোটি নিমন্ত্রিত। অনেক আশা নিয়ে এবারও সকলের সাথে একে একে ভিড় করেছে এক ক্ষুধার্ত বৃদ্ধ, এক গরিব চাষা, এক অপুষ্ট শিশু ও এক শিক্ষিত বে...