Skip to main content

XII English নোটস

Xii English Poem
~~~~~~~~~~~~
★ Asleep in the Valley ★ 
Poet: Arthur Rimbaud
কবিতার সম্পূর্ণ বঙ্গানুবাদ 


"ছােট সবুজ উপত্যকা যেখানে বইছে শান্ত নদী
যেন লম্বা রুপােলি রেখা, অতি উজ্জ্বল 
ঘাসে, পাহাড় চূড়া হতে নেমে আসে সূর্যের আলোকধারা
সেই আলাে, শূন্য স্থানটি দেয় ভরে। 
এক সৈনিক, খুব কমবয়সী, শুয়ে আছে খােলামুখে,
ফার্ন হয়েছে তাঁর বালিশ, মাথার নিচে, 
ঘুমিয়ে আছে লম্বা হয়ে লতাগুল্মের ঝোপে, 
ঈষৎ পাণ্ডুর সে, সূর্যসিক্ত সবুজ শয্যায়।

পদযুগল তার ফুলের মাঝে, ঘুমাচ্ছে সে। হাসি তার 
যেন শিশুর মতো - শান্ত, ছলনাহীন | 
হে প্রকৃতি, তুমি উষ্ণ রাখাে তাঁকে, ঠান্ডা লেগে যেতে পারে তাঁর। 
গুঞ্জনরত পতঙ্গরা বিরক্ত করে না তাঁর বিশ্রামে; 
ঘুমােয় সে সূর্যালােকে, একটি হাত তার বুকে; 
রাখা শান্তিতে, দেহ পাশে শুধু তার আছে দুটি লাল গর্ত।"

Comments

Popular posts from this blog

সমাস উচ্চমাধ্যমিক ও সংস্কৃত SLST

#Sanskrit_SLST #ব্যাকরণ #সমাস (40টি উদাহরণ)  ~~~~~~~~~~ * বিশালাক্ষঃ = বিশালে অক্ষিণী যস্য সঃ ( বহুব্রীহি ) বৃক্ষচ্ছায়া - বৃক্ষস্য ছায়া ( ষষ্ঠী তৎপুরুষ )  নক্তন্দিবম্ = নক্তং চ দিবা চ ( দ্বন্দ্ব ) রাজপুত্রঃ = রাজ্ঞঃ পুত্রঃ ( ষষ্ঠী তৎপুরুষ ) পদকমলম্ - পদম্ এব কমল ( রূপক কর্মধারয় ) গ্রামান্তরম্ = অন্যঃ গ্রামঃ ( নিত্য সমাস ) রামানুজঃ = রামস্য অনুজঃ ( ষষ্ঠী তৎপুরুষ )  * চক্রপাণিঃ = চক্রং পাণৌ যস্য সঃ ( বহুব্রীহি ) * পিতৃসমঃ = পিত্রা সমঃ ( তৃতীয়া তৎপুরুষ )  * একোনঃ = একেন উনঃ ( তৃতীয়া তৎপুরুষ ) * বিপন্মুক্তঃ = বিপদঃ মুক্তঃ ( পঞ্চমী তৎপুরুষ ) * দূরাগতঃ = দুরাৎ আগতঃ ( পঞ্চমী তৎপুরুষ )  * বিদ্যাস্নাতকঃ = বিদ্যায়াঃ স্নাতকঃ ( ষষ্ঠী তৎপুরুষ )  *বলাহকঃ = বারীণাং বাহকঃ ( ষষ্ঠী তৎপুরুষ )  * কলাকুশলঃ = কলায়াং কুশলঃ ( সপ্তমী তৎপুরুষ )  * সভাপণ্ডিতঃ = সভায়াং পণ্ডিতঃ ( সপ্তমী তৎপুরুষ )  * দুর্জনঃ = দুষ্টঃ জনঃ ( প্রাদি তৎপুরুষ )  * প্রাচার্যঃ = প্রগতঃ আচার্য ( প্রাদি তৎপুরুষ )  * প্রপিতামহঃ = প্রগতঃ পিতামহঃ ( প্রাদি তৎপুরুষ )  *উরগঃ = উরস...

ব্যাসকূট 01

#ব্যাসকূট_১ বৃহত্তম মোচ্ছব চলছে। এবার আশিকোটি নিমন্ত্রিত। অনেক আশা নিয়ে এবারও সকলের সাথে একে একে ভিড় করেছে এক ক্ষুধার্ত বৃদ্ধ, এক গরিব চাষা, এক অপুষ্ট শিশু ও এক শিক্ষিত বে...