Skip to main content

Posts

Featured post

দীর্ঘক্ষণ পড়া মনে রাখার উপায়ঃ

************************ ১. আত্মবিশ্বাস : --------------------- আত্মবিশ্বাস যেকোনো কাজে সফল হওয়ার প্রথম ও প্রধান শর্ত। মনকে বোঝাতে হবে পড়াশোনা অনেক সহজ বিষয় আমি পারব, আমাকে পারতেই হবে। তাহলে অনেক কঠিন পড়াটাও সহজ মনে হবে। কোনো বিষয়ে ভয় ঢুকে গেলে সেটা মনে রাখা বেশ কঠিন। আর পড়ালেখা করার উত্তম সময় হচ্ছে ভোর। সকালে মস্তিষ্ক ফ্রেশ থাকে। ২. কনসেপ্ট ট্রি --------------------- পড়া মনে রাখার ভালো কৌশল হলো ‘কনসেপ্ট ট্রি’। এ পদ্ধতিতে কোনো একটি বিষয়ে শেখার আগে পুরো অধ্যায়টি সাতটি অংশে ভাগ করে প্রতিটি অংশের জন্য এক লাইনে একটি করে সারমর্ম লিখতে হবে। তারপর খাতায় একটি গাছ এঁকে সাতটি সারমর্মকে গাছের একেকটি পাতায় লিখে রাখতে হবে। পাতাগুলোতে প্রতিদিন চোখ বোলালেই অধ্যায়টি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে। এটি একটি পরীক্ষিত বৈজ্ঞানিক ধারণা। বাংলা ও ভূগোলের জন্য এ কৌশলটি বেশি কার্যকর। ৩. কি ওয়ার্ড --------------------- যেকোনো বিষয়ের কঠিন অংশগুলো ছন্দের আকারে খুব সহজে মনে রাখা যায়। যেমন: রংধনুর সাত রং মনে রাখার সহজ কৌশল হলো ‘বেনীআসহকলা’ শব্দটি মনে রাখা। প্রতি...
Recent posts

SLST Sanskrit 2025 মডেল প্রশ্ন। Prepared By: Manjul Talukder, Assistant Teacher.

  2 ND SLST SANSKRIT 2025 PRACTICE SET -01 Prepared by: Manjul Talukder, Assistant Teacher   ✅ Unit 1: বৈদিক সাহিত্য ঋগ্বেদের প্রধান বৈশিষ্ট্য কী ? A) গদ্য রচনার আধিক্য B) যজ্ঞানুষ্ঠানের নির্দেশ C) স্তোত্র প্রাধান্য D) আইন সংক্রান্ত বিধান উপনিষদ্ - এ ' ব্রহ্ম ' শব্দের প্রকৃত অর্থ কী ? A) ঈশ্বর B) আত্মা C) অনন্ত বস্তুর চেতনা D) পৃথিবী মহাভারতে মোট কতখানি পর্ব রয়েছে ? A) ১২ B) ১৬ C) ১৮ D) ২০ “ ন ঋষিঃ কাব্যং করোতি ” — এই উক্তিটি কিসের প্রমাণ ? A) ধর্ম B) শ্রুতি C) কাব্যের দেবত্ব D) পুরাণ ঋগ্বেদের সর্বপ্রথম সূক্তটি কার উদ্দেশ্যে ? A) অগ্নি B) ইন্দ্র C) বরুণ D) সোম উপনিষদের মূল চর্চা বিষয়েরূপে কাকে গৃহীত করা হয় ? A) কর্ম B) জ্ঞান C) ভক্তি D) তন্ত্র রামায়ণের ‘ অধ্যাত্ম রামায়ণ ’ কোন প্রকার রচনা ? A) স্মার্ত B) পুরাণ C) উপপুরাণ D) গদ্য উপাখ্যান ‘ ভগবত পু...